Spyder (2017) Telugu full movie download PreDVDRip 200MB x264 Bangla Subtitle


  spyder

Quality: PreDVDRip

Size: 200MB 

Langauge: Telugu – Tamil

Genre: Action | Fantasy | Sci-fi
Released On: 27 September, 2017
imdb- 7.9
আমার ক্ষুদ্র মস্তিষ্কের কথা- ৮.৯০

প্রথমেই ধন্যবাদ দিবো আকাশ ভাইকে এতো তাড়াতাড়ি বাংলা সাব রেডি করার জন্য।মহেশ বাবুর আমার দেখা এই পর্যন্ত সবগুলা মুভিই মাস্টারপিস।আপনি যদি সাউথের মুভির ফ্যান হোন এবং কালেকশন করেন তাহলে লিস্টে মাস্ট উনার মুভি থাকবেই! 

জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের ক্রাইম ডিপার্টমেন্টের একটা সিক্রেট শাখায় কাজ করেন শিবা।অপরাধী কিংবা সামনে যে ধরনের অপরাধ হতে যাচ্ছে তা থেকে আগাম প্রস্তুতি কিংবা ঘটে যাওইয়া অপরাধ কিংবা অপরাধের যোগসূত্রকে যেভাবে সম্ভব স্যাটেলাইটের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিতে কিংবা মোবাইল ফোনে আড়ি পেতে তথ্য  সংগ্রহ করাই এবং ক্রিমিনালকে খুজে পুলিশের হাতে ধরিয়ে দেয়াই এই ডিপার্টমেন্টের কাজ।শিবা এই চাকুরি ছাড়াও নিজের একটি এপস ডেভলাপমেন্ট করছে যার প্রধান কাজ হচ্ছে গালি দিলে ,কাদলে ,সাহায্য চাইলে এই সফটও্যার বা এপস অটোমেটিক সংকেত দেয়া শুরু করে।এভাবেই একদিন রাতে হটাৎ শিভা তার এপসের মাধ্যমে একটি কলের কথোপকথনে সংকেত পায়,  একটি স্কুল পড়ুয়া মেয়ে ফোনে তার বান্ধবিকে তার খালি বাসায় তারসাথে থাকার অনুরোধ জানায় এবং বলে অন্য সবার বাসায় বিদ্যুৎ আছে কিন্তু তার বাসায় বিদ্যুৎ নেই ;এর জন্য তার ভয়ও হচ্ছে। নিকটবর্তী তার এক মহিলা কনেস্টেবল বান্ধবিকে মেয়েটির সাথে থাকতে বলে আর সেটাই ছিলো তার বান্ধবির সাথে তার শেষ কথা।সকালে নিউজ হয় সেই বাসায় মেয়েটি সহ কনেস্টেবল খুন ... লাশ দুটো কেটে এমনভাবে টুকরো টুকরো করা হয়েছে যে কার লাশ কোনটা সেটা শনাক্ত করতেই পুলিশ হিমশিম খাচ্ছে,তার মানে এটা কোনো সাইকো কিলারের কাজ।তার উপর রিপোর্ট আসলো ২ জন ভিকটিম ছাড়াও খুনের স্পটে একটি কাপড় পাওয়া গেছে এবং সেই কাপড়ে পাাওয়া গেছে আরো ভিকটিমদের রক্ত ছাড়া আরো ৮ জনের রক্ত,মানে আরো ৮ টা খুন??   .... কে করলো?? খুনি কে?? কেনো করলো??  শিবার ভূমিকা কি?? সামনে কি আরো খুন হতে চলেছে!!

জানতে হলে দেখতে হবে মহেশ বাবুর স্পাইডার!!
DOWNLOAD
bsub

No comments

Powered by Blogger.